Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্দোবস্ত পাওয়া জমিতে চলছে ভূমিহীনদের ধান কাটার উৎসব

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

পাবনার চাটমোহর উপজেলায় বিলকুড়লিয়া বন্দোবস্ত পাওয়া খাস জমিতে ভূমিহীন কৃষক-কৃষাণী ধানা কাটায় ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিলকুড়লিয়ার খাস জমি ভূমিদের নামে সরকার ১৩ শত পরিবারের মধ্যে খাস জমি বন্দোবস্ত করে কবুলিয়াত নামা তাদের হস্তান্তর করেন। এই খাস জমিতে এবার ইরি- বোরো বাম্পার ফলন হয়েছে। ভূমিহীন কৃষক-কৃষাণীরা এই ধান কেটে নিজেরাই গোলায় তুলছেন। বাৎসরিক ব্যয় নির্বাহ এবং জীবন ধারণের জন্য ধান পাওয়ায় তাদেও মুখে এখন হাসির ঝিলিক। ভূমিহীন কৃষকরা প্রায় সাড়ে ৪শত একর জমিতে এবার ধানের আবাদ করেছিলেন। সেচ কার্যেও জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হয়। ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাজার দরে পতন না হলে খরচ বাদে বাৎসরিক খাদ্যের চাহিদা পূরণ হবে বলে আশা করব হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিহীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ