বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লার সড়কসমূহ ভরে গেছে খানাখন্দে। ছোট বড় গর্তের কারণে যান চলাচলে ঘটছে বিঘ্ন। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সড়ক দ্রুত সংস্কার করা না হলে ঈদের কেনাকাটা থেকে শুরু করে বাড়িফেরা মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে। সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন সড়কে উন্নয়ন কাজের জন্য খোঁড়াখুড়ি অব্যাহত রয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে কাটা সড়কগুলো এখন কাহিল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে ইট-কংক্রিট উঠে গিয়ে ছোট বড় গর্তেও সৃষ্টি হয়েছে। শহরের শাসনগাছা থেকে রেইসকোর্স এলাকার সড়কটি এখন খানা-খন্দে ভরপুর। সামান্য বৃষ্টিতে এই এলাকায় হাটুপানি জমে যায়। এছাড়া শহরের বাসষ্ট্যান্ড থেকে ভিক্টোরিয়া বিশ^বিদ্যালয়ে কলেজে যাবার সড়কের বড় বড় গর্তগুলো যেন হা করে আছে। গতকাল শনিবার কুমিল্লায় দিনভর ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির দাপটে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়ে। মুষলধারায় বৃষ্টি ঝরার কারণে সাধারণ মানুষ প্রায় সারাদিন ঘর থেকে বের হতে পারেনি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়বেটিস হসপিটালের সড়কে হাঁটু পানি জমে যায়। মানুষ সড়কে চলাচল করতে পারেনি। গত এক সপ্তাহের প্রবল বর্ষণের কারণে কুমিল্লাজুড়ে পানিবদ্ধতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অল্প বৃষ্টিতে কাঁদা নর্দমা, ভাঙ্গা রাস্তায় পানি জমে কাঁদায় সৃষ্টি হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের প্রতিটি অলিতে গলিতে পানি উঠে পানিবদ্ধতার সৃষ্টি হয়। শহরের ক্রস কালভার্টের বিভিন্ন সার্ভিস সংস্থা, যেমন- পানি, গ্যাস, টেলিফোন এর একাধিক পাইপ থাকার কারণে বৃষ্টির সময় এই সকল পাইপে পলিথিন আটকিয়ে পানি নিষ্কাশনের বাধা প্রদান করে পানিবদ্ধতা সৃষ্টি করে। অবৈধ জবর দখল ও খালের উপর অপ্রশস্ত কালভার্টের কারণে পানি বাধাগ্রস্ত হয়ে পানিবদ্ধতা সৃষ্টি করে। জনসাধারণের সচেতনতার অভাবের ফলে শহরের জমির মূল্য বৃদ্ধি পাওয়ায়ও খালি জায়গায় ঘর বাড়ি তৈরির দরুন সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত অধিকাংশ ডাস্টবিন স্থানীয় জনসাধারণ কর্তৃক ভেঙে দেওয়া হয়েছে। যার ফলে জনগণ ময়লা-আবর্জনা বিরাট অংশ পলিথিন ড্রেনে ফেলছে যা পানি চলাচলের বাধা সৃষ্টি করে। আবর্জনা অপসারণে ট্রাকের অপ্রতুলতার দরুন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ১১০ কিঃ মিঃ ড্রেন ১১৫ কিঃ মিঃ রাস্তা লক্ষাধিক লোকের সৃষ্ট বর্জ্য ও ড্রেন হতে উত্তোলিত মাটি এবং রাস্তার আবর্জনা অপসারণের জন্য অনেক দিনের পুরনো ৭ টি ট্রাক দিয়ে অপসারণ করা সম্ভব হচ্ছে না। কোন কোন জায়গায় ড্রেনের দুই পাশের দেওয়ালে বড় বড় ইমারত গড়ে উঠায় ড্রেন পরিষ্কার করার সুযোগ থাকে না। সামান্য বৃষ্টিতে কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড, দক্ষিণ চর্থা সরকারী মহিলা কলেজ রোড, দক্ষিণ চর্থা ইপিজেড রোড, মনোহরপুর জেনারেল হাসপাতাল রোড, টমছমব্রীজ ইবনে তাইমিয়া স্কুল রোড, উত্তর চর্থা, কুমিল্লা স্টেডিয়াম মার্কেট, দক্ষিণ চর্থা বড়পুকুর পাড়, রেইসকোর্স, ঝাউতলা, বাদুরতলা, ঠাকুরপাড়া, টমছমব্রীজ, নিউ হোস্টেলের সামনে গর্জনখোলা প্রতিটি সড়ক, চক বাজার থেকে রাজগঞ্জ হয়ে কান্দিরপাড়, শাসনগাছা পুরো সড়কটিই জরাজীর্ণ, থিরাপুকুরপাড়, হাউজিং এষ্টেট, কাপ্তান বাজার রোড, চকবাজার, কান্দিরপাড়, দ্বিতীয় মুরাদপুর, হাউজিং এষ্টেট, ধর্মপুরসহ শহরের প্রতিটি রাস্তাঘাটই বড় বড় গর্ত হওয়ার ফলে সামান্য বৃষ্টিতে পানি জমে কাদায় সৃষ্টি হয়। এতে শহরে চলাচলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এ দিকে পানিবন্ধতা ও রাস্তা ভাঙা-চোরার কারণে শহরে রিক্সা ও অটোরিক্সার বাড়া বেড়ে গেছে দ্বিগুন। যার মাশুল গুনতে হচ্ছে শহরের প্রতিটি নাগরিকের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।