পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের ছয় জেলায় গতকাল ও বুধবার সড়কে প্রাণ ঝরেছে ৬ জনের। নোয়াখালীতে জানাজা শেষ করে বাসায় ফেরার পথে এক, ব্রাহ্মণবাড়িয়াতে ট্রাক উল্টে এক, টাঙ্গাইলে কালিহাতি সড়কে এক প্রকৌশলী, কুড়িগ্রামের ট্রাক চাপায় এক, কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মাদরাসার ছাত্র এবং রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :
নোয়াখালী ব্যুরো জানায়, সেনবাগ উপজেলায় বেয়াইয়ের জানাজা শেষে ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো পাঁচ অটোরিকশা যাত্রী আহত হয়েছে। নিহত মো. নুরুল হক ওরফে নুরু মিয়া উপজেলার ডমুরুয়িা ইউনিয়নের জিরুয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেল। গত বুধবার সন্ধ্যার দিকে পশ্চিম পাড়া জামে মসজিদ সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টর উল্টে রাকিব নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন খড়িয়ালা গ্রামে জাহান ব্রিকস ইট ভাটার সামনে এই ঘটনাটি ঘটে। নিহত রাকিব খড়িয়ালা গ্রামের মৃত মুকাদ্দস মিয়ার ছেলে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের কালিহাতীতে সড়কে জাহিদুল ইসলাম নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় হাবিবুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে নাজিমখান- রাজারহাট সড়কের নাজিম খান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান নিলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি অপসোনিন ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানীতে রাজারহাট উপজেলায় বিক্রির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কাবিলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক মাদরাসার ছাত্র হাফেজ নাজমুল হাসান ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গোয়ালন্দ উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ড মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. মজিবুর রহমান মানিকগঞ্জ জেলার শাটুরিয়া উপজেলার তেঘুড়ী গ্রামের মৃত মোজামম্মেল হক এর ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।