Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের মোহামেডান-আবাহনী মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে ফের মুখোমুখী হচ্ছে দুই চির প্রতিদ্ব›দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। আজ লিগের বিরতি। সুপার ফাইভের ম্যাচে আগামীকাল (সোমবার) এ দুই দল পরস্পরের মোকাবেলা করবে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। এদিন একই ভেন্যুতে দুপুর দুইটায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। লিগের প্রথম পর্বে মোহামেডান ২-১ গোলে হারিয়েছিল আবাহনীকে। পরের ম্যাচেই সাদাকালোরা ৩-১ গোলে মেরিনারকে হারিয়ে এককভাবে তালিকার শীর্ষে উঠে আসে। প্রথম পর্বের শেষ ম্যাচে আবাহনী আবারও হারের শিকার হয়। তারা মেরিনারের বিপক্ষে ৫-১ গোলে হেরে শিরোপার দৌড়ে বেশ পিছিয়ে পড়ে। আর মেরিনারের জায়গা হয় তালিকার দ্বিতীয়স্থানে। তারা মোহামেডানের পেছনে থেকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে।
এর আগে গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে সুপার ফাইভের দু’ম্যাচে বড় জয় তুলে নিয়েছে আবাহনী ও মেরিনার। দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবাহনী ৭-২ গোলে বিধ্বস্ত করে অ্যাজাক্স এসসিকে। বিজয়ী দলের পক্ষে তাজউদ্দিন আহমেদ, রোমান সরকার ও আশরাফুল ইসলাম দু’টি করে এবং মোহাম্মদ মহসিন একটি গোল করেন। অ্যাজাক্সের হারমানদিপ সিং ও রাহাত সারোয়ার দু’গোল শোধ দেন। এই পর্বে এটা আবাহনীর টানা দ্বিতীয় জয় হলেও অ্যাজাক্সের টানা দুই হার। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৬-১ গোলে হারায় সোনালী ব্যাংক এসসিকে। মেরিনারের পক্ষে হাসান যুবায়ের নিলয় তিনটি এবং মোহাম্মদ জুলহাইরি,ফরহাদ আহমেদ সিটুল ও আশরাফ সাইদ একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের হয়ে একমাত্র গোলটি শোধ দেন দ্বীন ইসলাম ইমন। সুপার ফাইভে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিল মেরিনার। অন্যদিকে টানা দ্বিতীয় হার জুটলো সোনালী ব্যাংকের ভাগ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ