নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মধ্যে সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী নাবিল আহমেদ এমপি, হারুনুর রশিদ, আব্দুর রহিম ও মহিউদ্দিন মহি। এই কমিটি খতিয়ে দেখবে আসল ঘটনাটি কি। সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিবে।
তবে তদন্তের সময় বেঁধে দেয়া হয়নি।
ফুটবল লিগের স্পন্সর হবে একটি বিদেশি প্রতিষ্ঠান সেটি আগেই জানানো হয়েছিল। কাল বাফুফের সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়, এমপি সিলভা নামের ইউরোপীয়ান একটি প্রতিষ্ঠান পাঁচ বছরের জন্য বাফুফের ফুটবল লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ সহ অন্যান্য খেলাগুলোতে অর্থায়ন করবে। তাদের কাছ থেকে প্রতিবছর আড়াই লাখ ডলার পাবে বাফুফে। এরই মধ্যে প্রথম বছরের আড়াই লাখ ডলার বাফুফে পেয়েও গেছে বলে সভা শেষে সংবাদ মাধ্যমকে জানানো হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি হলেও প্রতি বছরই নবায়ন করতে হবে। এছাড়া সভায় তিনটি রেখে বাফুফের সাব-কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। শুধুমাত্র ডিসিপ্লিনারি কমিটি, আপীল কমিটি এবং ইথিকস কমিটিকে বহাল রাখা হয়েছে। জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র ৯ জুন ঢাকায় আসার কথা থাকলেও তাকে আসতে বারণ করা হয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল এমপি জানান, ঈদের ছুটির পর নতুন কোচকে আনা হবে। সভা শেষে আরো বলা হয়, এশিয়ান গেমস ফুটবল, সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে অক্টোবর পর্যন্ত চার মাসের পরিকল্পনা নেয়া হয়েছে। জাতীয় দলের চার মাসের প্রশিক্ষনের জন্য ২ কোটি টাকা বাজেট অনুমোদন দেয়া হয়েছে। ফিফা এবং এএফসি হতে বাফুফের খরচের হিসাব খতিয়ে দেখতে অডিট কমিটির সদস্যরা আসবেন জুনের শেষ ভাগে এটা জানিয়ে বাফুফের সভা মুলতবী করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।