রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীকে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে উপজেলা সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে ওই ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের মঞ্জুরুল হকের ছেলে জহিরুল হকের (৩০) সাথে মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ার চর গ্রামের আব্দুল খালেকের মেয়ে মুর্শিদা বেগমের (২৫) ৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসার জীবনে তামিম (৩) নামের এক ছেলে সন্তান রয়েছে। শুক্রবার জহিরুলের বাড়িতে বেড়াতে আসে মুর্শিদার মা ও বোন। শনিবার সকালে মেহমানদের জন্য রান্না ঘরে পিঠা বানাতে থাকে মুর্শিদা। পরে সকাল ৮টার দিকে মুর্শিদাকে বসত ঘরে ডেকে নিয়ে যায় স্বামী জহিরুল। একপর্যায়ে পাশের ঘরে থাকা ছেলে সন্তান তামিম কান্না শুরু করলে মুর্শিদার ছোট বোন মদিনা তার বোন মুর্শিদাকে ডাক দিলে কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে বের হয়ে চলে যায় জহিরুল। পরে ঘরে ঢুকে বিছানার ওপর মুর্শিদার গলায় ওড়না প্যাঁচানো এবং নাক দিয়ে রক্ত বের হয়ে আছে দেখতে পায় মদিনা। এ ঘটনা দেখে মদিনা চিৎকার দিলে বাড়ির লোকজন ঘরে ঢুকে মুর্শিদার মৃত লাশ দেখতে পায়। জহিরুলের হাতে মুর্শিদা খুন হয়েছে টের পেরে জহিরুলের বাবা মা ভাইয়েরা পালিয়ে যায় বলে জানিয়েছেন মদিনা ও প্রতিবেশিরা। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।