রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্বামীর হাতে এক গৃহবধু খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ভরতপুর গ্রামে। পুলিশ ঐ গ্রামের সৈয়দ মেম্বরের বাড়ির পাশের চিত্রা নদীর পাড় থেকে গত শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে। প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। নিহতের ভাই জাহাঙ্গীর আলম জানায়, দেড় বছর পূর্বে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের আফসার মোল্যার ছেলে শামিম হোসেন (৩৫) এর সাথে ইসলামিক শরিয়ত মোতাবেক তার বোন ফুলির (২৮) বিবাহ হয়। সংসারে অভাব অনটন থাকায় শামিম তার স্ত্রীকে নিয়ে শ^শুরালয়ে থাকে। পরবর্তীতে সে ক্ষেত মজুরের কাজ করে এবং ফুলি সীমাখালী বাজারের একটি হোটেলে আপ্যায়ন শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে আসছিলো। ঘটনার এক পর্যায়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মতোবিরোধ দেখা দেয়। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সকালে ফুলি কাজে যায় এবং শামিম বাড়িতেই থাকে। সন্ধ্যায় উভয়েই বাড়ি ফিরে আসে। বাড়ীর লোকজন সকালে তাদের ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে কাউকে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। পরিবারের সকলে মিলে অনেক খোজাখুজির পরও কোন সন্ধান মেলেনি তার। এর মধ্যে প্রতিবেশীদের মুখে শুনতে পেরে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।