রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল সোমবার সকাল ৭টায় পৌর শহরের ৯নং ওয়ার্ডে ভাড়া বাসা থেকে প্রতিবেসীদের সংবাদে নিহত সাবিনা (২৫)-এর লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চড় এলাকার বাসিন্দা ট্রাক চালক আজিজুল (৩৫)-এর সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর পর গত আড়াই মাস আগে একই উপজেলার সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের আব্দুল মতিনের মেয়ে সাবিনার কোর্টে বিয়ে হয়। নিহতের পরিবারের অভিযোগ, সাবিনার বাবা আব্দুল মতিনের কাছে আজিজুল ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। সাবিনার পরিবার যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় সাবিনাকে খুন করা হয়েছে। নিহতের দুলাভাই মোবারক হোসেন জানান, ট্রাকচালক আজিজুল আমার শালিকার সাথে প্রেম করে বিয়ে করে। এটা সাবিনার ২য় বিয়ে ছিল। গত ৮/৯ দিন আগে আজিজুল ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। অভিযুক্ত নিহতের স্বামী আজিজুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ত্রিশাল থানার এসআই আবুবকর ছিদ্দিক জানান, নিহতের প্রতিবেশীরা খবর দিলে আমরা নিহত সাবিনার লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।