Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে আকলিমা (২৫) নামে এক গৃহবধূকে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে। সরজমিন জানা যায়, ওই গ্রামের মৃত ছন্নত আলীর ছেলে শরীফুল মঙ্গলবার রাতে তার স্ত্রীকে মারধর করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বুধবার ভোরে শরীফুলকে খালি গায়ে বাড়ি থেকে দৌড়ে পালাতে দেখে পাশের বাড়ির এক মহিলা তাদের ঘরে প্রবেশ করে দেখেন আকলিমার লাশ ঘরের বেড়ার সাথে হেলান দেয়া অবস্থায় পড়ে রয়েছে। পরে লোকজন ডেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে অসংখ্য জখম রয়েছে। খবর পেয়ে নিহত আকলিমার বাবা-মা ঘটনাস্থলে আসেন।মেয়ের শোকে আহাজারি করতে করতে নিহত আকলিমার বাবা উপজেলার বাঁশিল গ্রামের আছমত আলী বলেন, ‘আমার মেয়েকে প্রায় চার বছর আগে বিয়ে দেয়ার পর ৫ লাখ টাকা খরচ করে জমি কিনে জামাতাকে বাড়ি করে দেই। চার বছরের মধ্যে আমার মেয়ের কোনো সন্তান হয়নি। কিছুদিন যাবৎ আরো টাকার জন্য প্রায়ই আমার মেয়েকে এরা মারধর করত। বুধবার সকালে মাস্টারবাড়ী এলাকা থেকে মোবাইল ফোনে অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে আমার মেয়ের মৃত্যু সংবাদ পাই। এরা সবাই মিলে আমার মেয়েকে খুন করেছে আমি এদের বিচার চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামীর হাতে স্ত্রী খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ