Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১০:০৮ এএম

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসনে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক ও নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ক্যাভার্ড ভ্যানচালক আরিফের নাম পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চি গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় উভয় পরিবহনের সংঘর্ষে দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারীসহ তিন বাসযাত্রী এবং আহত হন অন্তত ২০ জন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানা যান কাভার্ড ভ্যানচালক আরিফ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ