Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইত্যাদির মিউজিক্যাল ড্রামায়

ঈমন-কসুম শিকদার, কনা ও প্রতিক হাসান

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৬ এএম, ২ জুন, ২০১৮

দীর্ঘ প্রায় তিন যুগ ধরে নন্দিত নির্মাতা হানিফ সংকেত ইত্যাদিতে তার নিত্য নুতন আইডিয়ার চমক দেখিয়ে চলেছেন। আর ঈদ এলে যুক্ত হয় নতুন নতুন চমক। এবারের ঈদেও রয়েছে নানান আয়োজনে সমৃদ্ধ ইত্যাদি। ঈদ ইত্যাদির চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ইত্যাদিতে পরিবেশিত হয় এই মিউজিক্যাল ড্রামা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে মূল্যহ্রাস প্রতারণা এবং পার্লারগুলোর ঈদ রূপসজ্জার উপর এবার দু’টি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা করা হয়। অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা ঈমন ও কুসুম শিকদার এবং অন্যটিতে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতিক হাসান ও কনা। সঙ্গীতশিল্পী কনা ইতিপূর্বে নৃত্য, নাটক ও উপস্থাপনা করলেও প্রতিক হাসান এই প্রথম অভিনয় করলেন। তবে কনা ও প্রতিকের জুটিবদ্ধ অভিনয়ে বিষয়ভিত্তিক গান এই প্রথম। আর চলচ্চিত্রে জুটিবদ্ধভাবে অভিনয়ের পর চিত্রনায়ক ঈমন ও অভিনেত্রী কুসুম শিকদারকেও দীর্ঘদিন পর আবার ঈদের ইত্যাদিতে একসাথে দেখা যাবে। ঈমন বলেন, ‘ইত্যাদিতে ডাক পেলে আনন্দ পাই। কারন দেশের সেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার মজাটাই আলাদা।’ শিল্পী প্রতিক হাসান ও কনাও ইত্যাদির ঈদ পর্বে কাজ করতে পেরে ভীষণ আনন্দিত। প্রতিক হাসান বলেন, ‘ইত্যাদির মাধ্যমেই প্রথম দর্শকদের সামনে এসেছি। সেই ইত্যাদির ঈদের অনুষ্ঠানে কাজ করছি, এটা আমার জন্য বড় পাওয়া।’ কনা বলেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান আমি ইত্যাদিতে গেয়েছি, নেচেছি এবার অভিনয় করলাম। জয়তু ইত্যাদি।’ এই পর্বটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে ফাগুন অডিও ভিশন জানায়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।
ছবিঃ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যা

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ