Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ৬:৪০ পিএম | আপডেট : ৭:৩৯ পিএম, ৩১ মে, ২০১৮

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসষ্ট্যান্ডে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ও শহরের আজাদ রেষ্টহাউসের সামনে অপর এক পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামের ছানারুদ্দীন (৬০) সদর উপজেলার গোপিনাথপুরের ঘোষপাড়ার বজলুর রহমান, পোড়াহাটীর আব্দুল আজিজ ও কালীগঞ্জের কবির হোসেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নুপুর জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুইটি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ সময় আহত হন আরো ৫/৬ জন যাত্রী। আহতদের মধ্যে একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিকালে আরাপপুর হিরা বেকারীর সামনে সিএনজি একটি ট্রাককে ওভারটেক করতে করতে গিয়ে ট্রাকের চাপাচাপিতে ছানারুদ্দঅন নিহগত হন। এদিকে একই সময় শহরের পুরাতন ডিসিকোর্ট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন বজলুর রহমান। অন্যদিকে বুধবার মধ্যরাতে ধোপাঘাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ নামে একজন নিহত হন। তিনি মুন্সি মার্কেটের আজিজ বস্ত্রালয়েরে মালিক। তার বাড়ি সদর উপজেলার পোড়াহাটী গ্রামে। এদিকে কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে কৃষক কবির হোসেন বাড়ি থেকে পাওয়ার ট্রিলার নিয়ে মাঠে যাচ্ছিল। পথে বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ