Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ি(দিনাজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ২:২৪ পিএম

দিনাজপুরের ফুলবাড়িতে ৩০মে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তুহিন(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ি থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী তুহিন (১৯) পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের জাহাঙ্গীর এর ছেলে ।
ফুলবাড়ি থানা সূত্রে জানা যায়, পৌর এলাকার ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাস-স্ট্যান্ড বটতলী নামক স্থানে রাজশাহী পান-শপ নামে পানের দোকানে তুহিন পান বিক্রির পাশাপাশি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০শে মে বুধবার সন্ধ্যায় ফুলবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ফুলবাড়ি থানায় একটি মাদকের মামলা দায়ের হয়েছে। যার মামলা নং (৪৫) তারিখ ৩০/০৫/২০১৮ইং।

ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব সত্যতা স্বীকার করে বলেন সে দীর্ঘদিন থেকেই পান বিক্রির পাশাপাশি ইয়াবা বিক্রয় করে আসছিলো। ইতি পুর্বে তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। এরই প্রেক্ষিতে গত বুধবার এসআই হালিমসহ সজ্ঞীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করে। তিনি আরও বলেন মাদকের সাথে কোন আপোষ নেই,চলমান অভিযানে ফুলবাড়িকে মাদক মুক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ