মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর প্রবেশ বন্ধে সহায়তা না করায় আবারও মেক্সিকোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সীমান্তে দেয়াল তোলার জন্য শেষ পর্যন্ত মেক্সিকোকেই অর্থ দিতে হবে বলেও মঙ্গলবার পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েটো একই দিন জানিয়েছেন, তার দেশ কখনই দেয়াল নির্মাণের অর্থ শোধ করবে না। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করাটা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। তার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষরও করেন। এজন্য বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব দেন তিনি। তবে বাজেট বরাদ্দ নিয়ে জটিলতার কারণে উদ্যোগটি পিছিয়ে যায়। ট্রাম্প প্রথম থেকেই বলে আসছেন, এই দেয়াল নির্মাণের খরচের শতভাগ মেক্সিকোকে বহন করতে হবে। যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের নাশভিলে মঙ্গলবার সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘শেষমেষ মেক্সিকোই দেয়ালের জন্য অর্থ শোধ করতে যাচ্ছে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।