পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইউরোপে ক্রমবর্ধমান বর্ণবাদ, বিদেশি বিদ্বেষ, বৈষম্য এবং ইসলাম বিদ্বেষ কেবল বিদেশি ও মুসলিমদের জন্যই হুমকি নয়, বরং তা ইউরোপীয়দের জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইউরোপীয় রাজনীতিবিদ, শাসক ও কর্তৃপক্ষের কর্মকান্ড ও বক্তৃতা- যারা বর্ণবাদ, বিদেশি বিদ্বেষ, বৈষম্য এবং ইসলাম বিদ্বেষকে প্রচার করে, তাদেরকে উৎসাহিত করছে।’ জার্মানির সলিনেঙ শহরে বর্ণবাদী অগ্নিসংযোগের ২৫তম বার্ষিকী উপলক্ষে তিনি এই মন্তব্য করেন। ১৯৯৩ সালে সংগঠিত ওই ঘটনায় তুর্কি পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছিল। তিনি ওই হামলার নিন্দা জানিয়ে বলেন, নতুন করে সলিনেঙয়ের মতো গণহত্যা প্রতিরোধ করার জন্য বর্ণবাদ, বিদেশি বিদ্বেষ, বৈষম্য এবং ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে অবশ্যই লড়াই করতে হবে। আনাদুলো এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।