Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুসলিম পরিবারের চারজনকে কানাডায় ট্রাক চাপা দিয়ে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১০:০৫ এএম

২০১৭ সালে কুইবেক সিটি মসজিদে হামলা চালিয়ে ছয়জনকে হত্যার পর আবারও কানাডায় মুসলিমদের বিরুদ্ধে বড় হামলা চালানো হয়েছে। এতে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

জানা যায়, ‘পূর্বপরিকল্পিত’ভাবে ট্রাক চাপা দিয়ে সোমবার এক মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানায় কানাডার পুলিশ।

বিবিসি জানায়, দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটেছে। হামলায় বেঁচে গেছে নয় বছরের এক বালক, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় চারজনকে হত্যা ও একজনের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে ২০ বছরের এক কানাডার নাগরিকের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে সোমবার গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল রাইট বলেন, ভুক্তভোগীরা মুসলমান হওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এ ঘটনায় সন্ত্রাসবাদের অভিযোগ আনা হতে পারে বলে জানান তিনি। তবে এটি ‘বিদ্বেষপ্রসূত অপরাধ’ বলেও ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে রয়েছেন ৭৪ ও ৪৪ বছরের দুই নারী, ৪৬ বছরের এক পুরুষ ও ১৫ বছরের এক কিশোরী। তবে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, নয় বছরের শিশুটি গুরুতর আহত তবে প্রাণ সংশয়ের আশঙ্কা নেই।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পান নাথানিয়াল ভেল্টম্যান। তাকে হামলার স্থান থেকে ছয় কিলোমিটার দূরে একটি বিপণিবিতান থেকে আটক করা হয়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাথানিয়াল লন্ডন শহরেরই বাসিন্দা।

অভিযুক্তের সঙ্গে মুসলিম বিদ্বেষী কোনো দল জড়িত কি-না এখনো জানতে পারেনি বলে জানায় পুলিশ। তবে হত্যাকারী ও ভুক্তভোগীদের মধ্যে আগে কোনো ধরনের যোগাযোগের সূত্র মেলেনি।

নাথানিয়ালের শরীরে বর্মের মতো একটি আচ্ছাদন ছিল বলেও জানায় পুলিশ।

তারা জানান, রবিবার কানাডার আবহাওয়া ছিল চমৎকার। এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪০ মিনিটের দিকে হাইড পার্ক রোডের এ মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়।



 

Show all comments
  • Billal Hosen ৮ জুন, ২০২১, ১০:১৪ এএম says : 0
    মুসলিমদের উপর অত্যাচারের জবাব আল্লাহ অবশ্য দিবেন শুধু অপেক্ষা করতে করুন ।
    Total Reply(0) Reply
  • তাবেইন খান ৮ জুন, ২০২১, ১০:২৯ এএম says : 0
    শিরোনাম কি এমন হতে পারতো না, " অমুসলিম জঙ্গি হামলায় মুসলিম পরবারের ৪ জন নিহত''?
    Total Reply(0) Reply
  • Syed Abul Hasan ৮ জুন, ২০২১, ১১:২৫ এএম says : 0
    হে বনিআদমের মালিক, যাদের তুমি নিজ হাতে তৈরি করেছ ওদেরকে নরপশু হত্যা করেছে বিচার টা তুমার কাছেই দিলাম।????
    Total Reply(0) Reply
  • Saiful Hoque ৮ জুন, ২০২১, ১১:৫৭ এএম says : 0
    এই নিকৃষ্ট বর্ণবাদী সাম্প্রদায়িকতায় পৃথিবীটা বসবাস অযোগ্য হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Ruad Ahmed ৮ জুন, ২০২১, ১১:৫৭ এএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন, আল্লাহ তাদেরকে কবুল করুন।
    Total Reply(0) Reply
  • Mohammad Ali ৮ জুন, ২০২১, ১১:৫৮ এএম says : 0
    সন্ত্রাসের কারণে মুসলমানের ক্ষতিগ্রস্থ। এটার জন্য সম্পূর্ণ আমেরিকা দায়ী। তথ্য সন্ত্রাস করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয়েছে ইসলামোফোবিয়া। সেই ঘৃণা থেকে অনেকে না বুঝেই ইসলামের পোশাক দেখলে আক্রমণ করে।।
    Total Reply(0) Reply
  • Mahmodul Hasan ৮ জুন, ২০২১, ১১:৫৮ এএম says : 0
    তাদের অপরাধ তারা মুসলিম
    Total Reply(0) Reply
  • মোঃ হাফিজুল ইসলাম সোহাগ ৮ জুন, ২০২১, ১১:৫৯ এএম says : 0
    কানাডাকে আজকে থেকে বয়কট করলাম। তাদের সব পণ্যও বয়কট করলাম
    Total Reply(0) Reply
  • নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না।
    Total Reply(0) Reply
  • Md.Reyajul.Islam Riaz ৮ জুন, ২০২১, ১:৩৮ পিএম says : 0
    হে জালিম সম্পাদয় শুনে রাখো আল্লাহর বিচার খুবই ভয়ানক হবে শুধু তোমারা অপেক্ষা কর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামবিদ্বেষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ