মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ। সোমবার লন্ডন ভিত্তিক সাপ্তাহিক ‘ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়াকে আবারো ‘গণতান্ত্রিক’ অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি আমার প্রচেষ্টা শুরু করে দিয়েছি। তিনি জোর দিয়ে বলেন, তিনি তার আগের মেয়াদে কর্তৃত্ববাদী শাসক ছিলেন না। যাইহোক, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য প্রতিশ্রæতিবদ্ধ হয়েছেন। এই কর্তৃত্ব একত্রীকরণে তার পূর্বের প্রচেষ্টা সম্পর্কে তিনি বলেন, সুযোগের অপব্যবহার রোধ করার জন্য এটা জরুরি ছিল। মালয়েশিয়ার বর্তমান বিভিন্ন সমস্যা সম্পর্কে ড মাহাথির বলেন, ‘খুব শিগগিরই আমি ৯৩ বয়সে পা রাখব। অল্প যে সময় টুকু আমি পাব এর মধ্যে যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করব। মাহাথির তার বয়স নিয়েও সচেতন আছেন। বয়সের কারণে তার স্থান পূর্ণ করতে ইতোমধ্যেই অন্য একজন প্রস্তুতি নিচ্ছেন, সে সম্পর্কেও অবগত আছেন। পাকাতান হারাপান জোটের অন্যতম নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে ড. মাহাথিরের কাছ থেকে ক্ষমতা নেয়ার জন্য তার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। মাহাথির তার সাবেক ডেপুটি আনোয়ার ইব্রাহিম সম্পর্কে ড. মাহাথির বলেন, ‘আমি মনে করি তিনি বর্তমানে সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি তিনি উপলব্ধি করছেন যে সবসময় কোনো কিছু কারো চাওয়া অনুযায়ী সম্ভব হয় না। তাই তাকে আরো বেশি ধৈর্যশীল হবে।’ পিএইচ জোটের নির্বাচনী শর্তে বলা হয়েছিল যে সাধারণ নির্বাচনে বিজয়ের পর আনোয়ারের জন্য রাজকীয় ক্ষমা প্রার্থনা করা হবে; যাতে তিনি তিনি উপনির্বাচনে একটি আসন থেকে বিজয়ী হয়ে মাহাথিরের দায়িত্ব নিতে পারেন। ইতোমধ্যে আনোয়ারকে ক্ষমা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে পার্লামেন্টে আনার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ সম্পর্কে মাহাথির বলছেন এটি করতে তার এক থেকে দুই বছর সময় লাগতে পারে। অপরদিকে, এক প্রতিক্রিয়ায় মাহাথির বলেন, ‘আমি এত মহৎ নই।’ চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কারের আবেদনে তার নাম পাঠানোর ব্যাপারে জানতে চাওয়ায় তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার তার রাজনৈতিক দল পার্টি ‘প্রিবুমি বারসাতু মালয়েশিয়া’র প্রধান কার্যালয়ে তিন ঘণ্টার এক বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেছেন। বৈঠকের আলোচ্যসূচিতে ছিল চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়নের আবেদনে মাহাথির মোহাম্মদের নাম পাঠানোর একটি অনলাইন পিটিশন। মাহাথিরকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত করার জন্য চেঞ্জডটওআরজি’তে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন অ্যালেক্সান্দ্রিয়া অবিশেগাম নামের এক ব্যক্তি ওই স্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন। সোমবার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত এতে স্বাক্ষর করেছেন এক লাখ ৩ হাজারের বেশি মানুষ। আবেদনে অবিশেগাম বলেছেন, ‘‘রাজনীতিতে ফিরে আসার জন্য ‘সংকল্পের স্বীকৃতি’ হিসেবে মাহাথিরকে মনোনীত করা উচিত।’’ তিনি আরো বলেছেন, মালয়েশিয়ায় স্বচ্ছতা, গণতন্ত্র ও আইনের শাসনের গুরুত্বের ওপর মনোনিবেশ করেছেন ডা. মাহাথির। মালয় মেইল, চ্যানেল নিউজ এশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।