Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিবাসীদের সুবিধা কমানোর ঘোষণা অস্ট্রিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৮:৪৬ পিএম

নতুন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রিয়ার জোট সরকার। এই পরিকল্পনার আওতায় শরণার্থীসহ অভিবাসীদের দেওয়া সুবিধার পরিমাণ কমানো হবে। পরিকল্পনার আওতায় অভিবাসীদের দেওয়া সুবিধার পরিমাণ নির্ধারিত হয়েছে মাসিক ৫৬৩ ইউরো। তবে জার্মান ভাষা পরীক্ষা সফলভাবে শেষ করতে পারলে অস্ট্রিয় নাগরিকদের সমপরিমাণ মাসিক ৮৬৩ ইউরো পাবেন অভিবাসীরা। পাঁচ বছরের আগে এই সুবিধা দাবি করতে পারবেন না অভিবাসীরা। ২০১৫ সালে ইউরোপে অভিবাসন সংকটের চূড়ান্ত পর্যায়ে অস্ট্রিয়াতে ৯০ হাজার মানুষ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক শতাংশেরও বেশি। প্রথম দিকে শরণার্থীদের স্বাগত জানালেও পরবর্তীতে তাদের মনোভাবে ব্যাপক পরিবর্তন দেখা যায়। সোমবার অস্ট্রিয়ার ঘোষিত নীতিইউরোপীয় ইউনিয়নের অন্যদেশগুলোর নীতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর নাগরিকদের সমানভাবে বিবেচনা করবে। সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার রক্ষণশীল চ্যান্সেলর সিবাস্তিয়ান কার্জ বলেছেন, আমাদের প্রবর্তিত নীতির মৌলিক বিষয় হলো পূর্নাঙ্গ সর্বনিম্ন সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে জার্মান ভাষা নিয়ামক হবে। এর অর্থ হলো কেউ যদি অপর্যাপ্ত ভাষা দক্ষতার অধিকারী হয় তাহলেও তিনি পূর্নাঙ্গ সর্বনিম্ন সুবিধার দাবিদার হবেন না। গত বছরের ১৫ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনও দল ব্যর্থ হওয়ায় রক্ষণশীল পিউপিলস পার্টি ও ডানপন্থি ফ্রিডম পার্টি ডিসেম্বর জোট সরকার গঠন করে। নির্বাচনি প্রচারণার সময়ে ইউরোপে অভিবাসন সংকট বড় হয়ে দেখা দেয়। অভিবাসন বিরোধী ফ্রিডম পার্টি এর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়। গত বছরের সংসদ নির্বাচনের প্রচারণায় অভিবাসীদের সুবিধা নির্দিষ্ট করে দেওয়ার কথা বলে জানিয়েছিলেন ইউরোপের অভিবাসন রুট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছিল পিউপিলস পার্টি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রিয়া

৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ