Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিকত্ব পাচ্ছেন ফ্রান্সের অভিবাসী ‘স্পাইডারম্যান’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

আফ্রিকার দেশ মালি থেকে আসা এক অভিবাসীর বীরত্বের পর ফ্রান্সের সরকার তাকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা করেছে। প্যারিসের এক ফ্ল্যাটবাড়ির পাঁচতলার বারান্দায় ঝুলে থাকা এক শিশুকে রক্ষার করার জন্য সারা দেশ জুড়ে ‘স্পাইডারম্যান’ মামদু গাসামার ভূয়সী প্রশংসা করা হয়। শনিবার রাতে উত্তর প্যারিসে এই ঘটনা ঘটে।
চার বছর বয়সের ঐ শিশুকে রক্ষা করার নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ তাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন যে মি. গাসামাকে নাগরিকত্ব দেয়া হবে। পাশাপাশি তাকে একটি পদক দেয়া হয় এবং ফরাসি দমকল বাহিনীতে তাকে চাকরি দেয়া হবে বলে বলা হয়। নিজের প্রাণ তুচ্ছ করে শিশুটিকে রক্ষা করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানান।
মি. গাসামা জানান, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বাড়ির সামনে প্রচুর ভিড় দেখতে পান। এরপর তিনি দেখেন যে পাঁচ তলার ব্যালকনি থেকে শিশুটি ঝুলে রয়েছে। এরপর আমার চিন্তা করার সময় ছিল না, -ফরাসি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে মি. গাসামা বলেন। ঐ ঘটনা যখন ঘটে শিশুটির বাবা-মা তখন বাসায় ছিলেন না। পুলিশ ঐ ঘটনাটি এখন তদন্ত করে দেখছে। বাইশ বছর বয়সী মামদু গাসামর সাহসিকতার প্রশংসায় যোগ দিয়েছেন প্যারিসের মেয়র অ্যানি হিডালগো। তিনিও ফোন করে মি. গাসামাকে ধন্যবাদ জানিয়েছেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিকত্ব

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ