মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে প্রস্তাবিত বৈঠকের প্রস্তুতি নিতে উত্তর কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি টিম। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা সাক্ষাত করেছেন সীমান্তে বেসামরিকৃত এলাকায় পানমুনজোম গ্রামে। ওই গ্রামটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থিত। দুই কোরিয়ার সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি সব সময় সেখানে। নিজের টিম উত্তর কোরিয়ায় রয়েছে এ কথা জানিয়ে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, কিম জং উন ও আমার মধ্যে অনুষ্ঠেয় সামিটের আয়োজন সম্পন্ন করতে উত্তর কোরিয়ায় পৌঁছেছে আমার টিম।
এর মধ্য দিয়ে ট্রাম্পের পক্ষ থেকে প্রথম নিশ্চিত করা হলো যে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।