Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১২টায় খুলনার প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন খুলনার বটিয়াঘাটার বার বার নির্বাচিত ইউপি মেম্বার নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেম্বার নজরুল ইসলাম খান বলেন, আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য দীর্ঘ দিন ধরে একটি কুচক্রী মহল আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি প্যানেল চেয়ারম্যান ছাড়াও বটিয়াঘাটা হে: কো: পাইলট স্কুলের দুইবার অভিভাবক সদস্য, বাইতুল নূর জামে মসজিদ, পুলিশিং কমিটির পদকপ্রাপ্ত কর্মকর্তা, হাটবাটি মহিলা মাদরাসা এবং সালেহা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোয়াজ্জেম মোল্লা ও সুন্দরবনের তালিকাভূক্ত ডাকাত সদস্য সামাদ বাহিনীর সামাদ শেখ আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মহল বিশেষের ষড়যন্ত্রে যে অপপ্রচার ও সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি কারও জায়গা জবর দখল কিম্বা জোর পূর্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ক্রয় করতে বাধ্য করেনি। সর্বদা জনকল্যানে কাজ করার চেষ্টা করি। যে কারণে হিন্দু-মুসলমান মিলে আমাকে বার বার ইউপি সদস্য নির্বাচিত করে। আমি এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উল্লেখ্য গত পরশু বটিয়াঘাটা সদরে এ ঘটনার প্রতিবাদে কয়েক শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ