Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি তৌকীরের হালদা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদের হালদা চলচ্চিত্রটি চার বিভাগে পুরস্কৃত হয়েছে। সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সমপাদক ও সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। গত রোববার রাতে হালদা চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। উৎসবে এবার ২৬টি চলচ্চিত্র জায়গা অংশগ্রহণ করেছে। এর মধ্যে তৌকীরের হালদা ছাড়াও আমন্ত্রিত হয় আকরাম খানের খাঁচা ও মোরশেদুল ইসলামের আঁঁখি ও তার বন্ধুরা।পুরস্কার প্রাপ্তির খবরটি তৌকীর তার ফেসবুকে শেয়ার করেছেন। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, তৌকীর আহমেদ চারটি ট্রফি বুকে আগলে রেখেছেন। উল্লেখ্য, এই উৎসবের গত আসরেও তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল।
ছবিঃ তৌকীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ