Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে যুব অলিম্পিকে বাংলাদেশ হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

অবশেষে যুব অলিম্পিকে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ৬-১৮ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিক গেমস। দ্বিতীয় বারের মতো এই গেমসে খেলতে যাবে লাল সবুজের যুব হকি দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত বাছাই পর্বে তৃতীয় হয়ে এই যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সহ-সভাপতি আজেদ এএ আদেল। তার কথায়, ‘গত ২৩ মে আমাদেরকে জানানো হয়েছিল বাছাই পর্বে তৃতীয় হওয়ার সুবাদে খেলতে পারবো। তবে ওই দিনের মধ্যেই আবেদন করতে হবে বিওএর মাধ্যমে। আমরাই তাই করেছি। আজ (রোববার) এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব একরাম আমাদেরকে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৫ -২৯ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় যুব অলিম্পিক বাছাই পর্বের খেলা। গ্রুপ পর্বে বাংলাদেশ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জেতে, একটিতে ড্র করে এবং একটি ম্যাচে হারে। সেই সুবাদে বাংলাদেশ বাছাই পর্বে তৃতীয় হয়। ভারত প্রথম ও মালয়েশিয়া দ্বিতীয় হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক

১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ