নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রিয়াল মাদ্রিদ তো বটেই পরশু কিয়েভে নিজেও রেকর্ড একটা রাত উপহার পেয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর পরই হঠাৎ করেই দল-বদলের আভাস দিয়েছেন পর্তুগিজ তারকা। তবে কিয়েভে উৎসবের রাতে এমন কথা বলা তার ঠিক হয়নি বলে মানে করেন ‘সিআর-সেভেন’।
ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি পর্তুগাল অধিনায়ক। তবে আলোচনায় এসেছেন ম্যাচের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া বিশেষ এক মন্তব্যের জন্য। বিন স্পোর্টসকে দেওয়া ঐ সাক্ষাৎকারে রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দেন রোনালদো। তবে কথাটা এমন দিনে বলা উচিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, তবে আমার এটা বলা উচিৎ হয়নি। কিন্তু কিছু একটা ঘটতে চলেছে। এটা উপযুক্ত সময় নয়। কিন্তু সত্যিই বলেছিলাম। আমি এক সপ্তাহের মধ্যে কিছু একটা বলব। কারন সমর্থকরা আমাকে সব সময় সমর্থন করেছে এবং তারা আমার হৃদয়ে।’
তো কি বলেছিলেন রোনালদো। বলেছিলেন, ‘আমি কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না। আমি কিছু লুকাচ্ছি না। আগামী কিছু দিনের মধ্যে আমি এ বিষয়টা (দল-বদলের) পরিষ্কার করব।’
তবে তার গুরু বলছেন ভিন্ন কথা। রোনালদোর ভবিষ্যৎ প্রসঙ্গে জিনেদিন জিদান বলেন, ‘আমি সবসময়ই বলি, রোনালদো অবশ্যই মাদ্রিদের সঙ্গে থাকবে। আমি মাত্রই ক্রিশ্চিয়ানোকে নিয়ে পরিস্থিতিটা বুঝিয়ে বললাম। তার অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। সে আমাদের সঙ্গে থাকবেও।’ তবে ফরাসি কিংবদন্তি শেষ কথায় ভক্তরা হতাশ হতেও পারেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের দেখতে হবে সামনে কী ঘটে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।