Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ডায়রিয়ার প্রকোপ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

গত এক সপ্তাহে ফরিদপুরে আশংকাজনক হারে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের রাখা হচ্ছে কক্ষ ও বারান্দার মেঝেতে। চিকিৎসকরা বলছেন, রোগীদের বেশীর ভাগই তৈলাক্ত ও ভেজাল খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল শনিবার ভোররাত থেকে বেলা বারোটা পর্যন্ত আট ঘন্টায় শুধুমাত্র ফরিদপুর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে নারী ও শিশুসহ বিভিণœ বয়সের ৬৭জন রোগী। আর গত এক সপ্তাহে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে ৩০৬জন। যা স্বাভাবিকের তুলনায় তিনগুন। এছাড়াও ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছে বিপুল সংখ্যক রোগী। সব মিলিয়ে শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে রমজানের শুরু থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ