Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিত্তবানদের কাছে বিত্তহীনদের হক রয়েছে -মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিত্তবানদের কাছে বিত্তহীনদের হক রয়েছে। দারিদ্র্য জয় করতে হলে সাধনা ও চেষ্টা থাকতে হবে। গতকাল (শনিবার) নগরীর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের অর্থায়নে আবদুল জব্বার কালামিয়া মেম্বার-আবদুল আজিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফিরিঙ্গীবাজার এলাকায় গরীব ও ১২শ’ দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র বলেন, দারিদ্র্য বিমোচনের একমাত্র অবলম্বন সন্তানদের কর্মসংস্থান করা। সরকার দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের লক্ষে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। একটি বাড়ী একটি খামার প্রকল্প, খাদ্য নিরাপত্তা বেষ্টনী প্রকল্প, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুগ্ধ ভাতা, শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, বিনা বেতনে অধ্যয়নের মত বহুমুখী কল্যাণধর্মী কাজ করছে। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক শাহাদাত হোসেন, আবদুল হালিম দোভাষ, আবছার আহমেদ। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইসমাইল বালী, আইন কলেজ সাবেক অধ্যক্ষ ছালেহ আহমেদ সিদ্দিকী, সমাজেসেবক আবদুল মোমিন, আবদুল হাশেম বাবুল, সাইফুদ্দীন শাহী, নাসির আহমেদ, গোলাম কিবরিয়া, নাসিম উল্লাহ চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিত্তবান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ