Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিত্তবানদেরকে অসহায়ের পাশে দাঁড়াতে হবে-চসিক মেয়র

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন বলেছেন, দারিদ্র্য থেকে মুক্তির একমাত্র অবলম্বন সন্তানদের সুশিক্ষিত করা। দরিদ্র ঘরের সন্তানরা মেধা, বুদ্ধি ও ধীশক্তির অধিকারী হয়। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়া হলে উপার্জন করার যোগ্যতা অর্জন করতে পারে। তিনি বলেন, পরনির্ভরশীলতা থেকে নিজ পায়ে দাঁড়াবার উপায় হলো বৈধপথে উপার্জন করা। হাত-পা গুটিয়ে বসে না থেকে কর্মের মাধ্যমে উপার্জন করার মধ্য দিয়ে দারিদ্র্যকে জয় করতে হবে। তিনি বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহŸান জানান। সম্প্রতি নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর আয়োজনে প্যারাগন সিটি হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ান বাজার ২০নং ওয়ার্ডের ৫শ’ গরিবের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসা, মহিলা নেত্রী সাহেলা আবদীন রিনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাছির উদ্দীন দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও নতুন কম্বল বিতরণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিত্তবানদেরকে অসহায়ের পাশে দাঁড়াতে হবে-চসিক মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ