পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন যে, সবকিছু ঠিক থাকলে সেনাবাহিনী একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত। জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে পহেলগাঁতে আর্মি গুডউইল স্কুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে বৃহস্পতিবার জেনারেল রাওয়াত সেখানে যান। রাওয়াত বলেন, ‘এটা (অভিযান বন্ধ) কাশ্মীরে শান্তি এনেছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা মেয়াদ বাড়াতে পারি। কিন্তু জঙ্গিরা যদি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় তাহলে যুদ্ধবিরতির বিষয়টি আমাদেরকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।’ যুদ্ধবিরতির কারণে ১৬ মে থেকে কাশ্মীরে কর্ডন এন্ড সার্চ অপারেশন বন্ধ রেখেছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।