মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, মানুষজনকে কাশ্মীরের মসজিদে প্রার্থনা করতে বাধা দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কাশ্মীরের মসজিদ ও দরগায় মানুষকে ইবাদত করা থেকে বিরত রাখা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভ‚তির প্রতি ভারত সরকারের অসম্মান প্রদর্শন করে। এমন সময়ে যখন পার্ক এবং পাবলিক প্লেস খোলা থাকে এবং সারাদিনে অসংখ্য জনাকীর্ণ সরকারি কর্মসূচি হয়ে থাকে। বিজেপি নেতা ডা. নির্মল সিং বলেছেন, মেহবুবা মুফতি মিথ্যা বলছেন। তার অভিযোগের কোনো সত্যতা নেই। কাশ্মীর উপত্যকায় মসজিদে নামাজ পড়তে কাউকে বাধা দেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি আলোচনায় থাকার জন্য বিতর্কিত মন্তব্য করছেন, কিন্তু উপত্যকায় তার এজেন্ডা নেয়ার মতো কেউ নেই। করোনাভাইরাসের কারণে, সারা দেশে অনেক জায়গায় ধর্মীয়স্থান বন্ধ রাখা হয়েছিল। করোনার কারণে, কাশ্মীর উপত্যকায়ও মন্দির এবং মসজিদ সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মেহবুবা মুফতি বিভিন্ন ইস্যুতে প্রায়শই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে থাকেন। পুবের কলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।