Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরে ছয় লক্ষাধিক পর্যটক জম্মু-কাশ্মীরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৬ এএম

২০২১ সালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৬.৬৫ লাখ পর্যটক ভূস্বর্গখ্যাত কাশ্মীর ভ্রমণ করেছেন। যা গত সাত বছরের মধ্যে পর্যটকদের সর্বোচ্চ সংখ্যা বলে জানানো হয়েছে। জানা গেছে, ২০২০ সালে ৪.১ লাখ পর্যটকের তুলনায় ২০২১ সালে পর্যটকদের সংখ্যা ৬.৬৫ লাখ অতিক্রম করেছে। জম্মু ও কাশ্মীরে গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যটকদের উপস্থিতি রেকর্ড করা ২০২১ সালে, যাতে পর্যটকদের সংখ্যা ৬.৬৫ লাখ পাওয়া যায়। আর মাসওয়ারী হিসেবে ২০২১ সালের নভেম্বর মাসে ১.২৭ লাখ পর্যটক রেকর্ড করা হয়েছে, যা মাস হিসেবে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বলে জানানো হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবকাঠামো বাড়াতে এবং পর্যটন বাড়ানোর লক্ষ্যে, জম্মু ও কাশ্মীর প্রশাসন ৩.৫ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের অধীনে অবকাঠামো নির্মাণ শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের পর্যটন এবং সহযোগী পরিষেবা খাতের জন্য বাজেটে ৭৮৬ কোটি রুপি করা হয়, যা গত বাজেট বরাদ্দের চেয়ে ৫০৯ কোটি টাকা বেশি। ইকোট্যুরিজমকে উৎসাহিত করতে একটি মেগা প্রজেক্ট, বিভিন্ন বন্যপ্রাণী সুরক্ষিত এলাকায় সাতটি নতুন ট্রেকিং রুটের উন্নয়ন অনুমোদন করা হয়েছে। ইন্ডিয়া ব্লুমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জম্মু-কাশ্মীর

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ