Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভুটান-ইইউ বাণিজ্য সহায়তা প্রকল্পের যাত্রা শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

ভুটানের রফতানি বৈচিত্র বাড়াতে এবং ভুটান ব্র্যান্ডকে জনপ্রিয় করতে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) দেশটিকে ৪ মিলিয়ন ইউরোর তহবিল দিয়েছে। ই্ইউ-ভুটান বাণিজ্য সহায়তা প্রকল্প ৪০ মাসের কিছু বেশি সময় ধরে চলবে। ভুটান সরকারের সাথে মিলে এই প্রকল্পের ব্যবস্থাপনা চালাবে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। এই প্রকল্পের মাধ্যমে হর্টিকালচার এবং টেক্সটাইল হ্যান্ডক্র্যাফটের কিছু বাছাইকৃত পণ্যের উৎকর্ষ সাধন, দক্ষ বাজার সংযোগ গড়ে তোলা এবং বাণিজ্য ও বিনিয়োগ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক স্থাপনের মধ্য দিয়ে ভুটানের রফতানি বাড়িয়ে তুলবে। ইইউ রাষ্ট্রদূত টোমাস কোজলোস্কি বলেছেন, ভুটান সরকার, প্রাইভেট খাত এবং নাগরিক সমাজের সংগঠনের সাথে কথা বলেই প্রকল্পটির ডিজাইন করা হয়েছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুটান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ