Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

৭৫ জন অসুস্থ
ইনকিলাব ডেস্ক : কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় ক্রাতি প্রদেশে ডিম, মাংস ও অন্যান্য খাবার পোরা রুটি খেয়ে ৭৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই শিশু। শনিবার এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানান। শুক্রবার চিতবোরেই জেলার ত্রাপাইং গ্রামে একটি অনুষ্ঠানে খাদ্যের প্রচারণা চালানোর অংশ হিসেবে বিনামূল্যে সাপের মাংসসহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। তারা ওই খাদ্য খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। ক্রাতি প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ছেয়াং সোলুতা বলেন, ‘ওই রুটিতে পোরা খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরই তাদের পেটে ব্যথা ও বমি হয়। শিশুদের মধ্যে ডায়রিয়া দেখা দেয়।’ তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫৩ জন শিশু। সিনহুয়া।

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের মধ্যাঞ্চলে দ্রæতগামী একটি বাস দশ চাকার অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ২৮ জন আহত হয়। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে পিচহিট প্রদেশে। বাসটি ব্যাংকক থেকে উত্তর থাইল্যান্ডের পিটসানুলুক এলাকায় যাবার পথে ইষ্পাত বহনকারী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। বাস ও ট্রাক সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ২৮ জন যাত্রী আহত হয় এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।
প্রথম ন্যাটোর অংশীদার
ইনকিলাব ডেস্ক : কলম্বিয়া আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হতে যাচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ একথা বলেন। সান্টোশ বলেন, এটা বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে। সান্টোশ দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে অর্ধশত বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপি।

সন্ত্রাসবিরোধী আইন
ইনকিলাব ডেস্ক : সন্দেজনক সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ বাহিনীকে আরো বেশী ক্ষমতা প্রদান করে কঠোর সন্ত্রাস বিরোধী আইন পাস করেছে ইন্দোনেশিয়া। গত এক বছর ধরে চলমান ইসলামী জঙ্গি গোষ্ঠীর হামলার কারণ শনিবার দেশটি এই আইন পাশ করে। গত দুই বছর ধরে আইনটি সংসদে পেশকৃত ছিলো। সে সময় চলে বিলের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা। কিন্তু চলতি বছর ক্রমাগত জঙ্গি হামলার কারনে পেশকৃত বিলটি দ্রæত পাস করার উদ্যোগ গ্রহন করা হয়। এএফপি।

কপ্টার কিনছে পাকিস্তান
ইনকিলাব ডেস্ক : তুরস্কের কাছ থেকে ৩০টি টিএআই টি১২৯ এ্যাটাক হেলিকপ্টার কিনতে পাকিস্তান আনুষ্ঠানিক চুক্তি সই করেছে। জুনে সাধারণ নির্বাচনের আগে তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি) যে রাজনৈতিক ইশতেহার প্রকাশ করেছে তাতে পাকিস্তানে কাছে হেলিকপ্টার বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইশতেহারে বলা হয়, “কিছুক্ষণ আগে পাকিস্তানের সঙ্গে ৩০টি এ্যাটাক হেলিকপ্টার বিক্রির চুক্তি হয়েছে।” তবে এ ব্যাপারে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই)-এর কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ