Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালিপাড়ায় মাদক সম্রাট কালু সহ গ্রেফতার ৩

কোটালিপাড়া উপজেলা সংবাদ দাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ৪:৫২ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় কুখ্যাত মাদক সম্রাট কালু সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কোটালিপাড়া থানার এস আই আশ্রাফুল ইসলাম এস আই সহিদুল ইসলাম, এস আই মোশারফ হোসেন এ এস আই মনির হোসেন, এ এস আই কামরুজ্জামান ও এ এস আই রবিন মজুমদার পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার ডুমুরিয়া এলাকা থেকে কালু শেখ (৪২) ও ফেরধরা কবর স্থান এলাকা থেকে মামুন খান (২২) কে গ্রেফতার করে, এসময় কালুর হেফাজতে থাকা ৫২পিচ ও মামুনের হেফাজতে থাকা ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে উপজেলা ডুমুরিয়া এলাকা থেকে তানজিদুল ইসলাম ওরফে টজো (২১) কে ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তানজিদুল ইসলাম টজো মাঝবাড়ী গ্রামের আজিজের ছেলে, কালু আলিঠাপাড়া গ্রামের ছালাম শেখের ছেলে ও মামুন বাঘলবাড়ী গ্রামের মোশারফ খানের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালিপাড়া থানায় পৃথক পৃথক ২টি মামলা হয়েছে। কালুর বিরুদ্ধে কোটালিপাড়া থানায় ১৩টি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, প্রতিদিনই মাদক সরবরাহকারীদের গ্রেফতারের চেষ্টা করছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ