মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানুষ বলে টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না। কিন্তু ঠিক এর উল্টোটা করেছেন এক চীনা যুবক। তিনি টাকা দিয়ে অর্থা ডলার দিয়ে বানিয়েছেন ফুলের তোড়ার মতো বিশাল এক তোড়া। ভালবাসার প্রতীক ‘লাভ’ গড়নের একটি তোড়া বানাতে তার লেগেছে ৫২৩০০ মার্কিন ডলার।
তারপর বান্ধবী বা প্রেমিকার হাতে তুলে দিয়েছেন সেই ভালবাসার তোড়া। এ নিয়ে সমালোচনাও হচ্ছে।
বলা হচ্ছে তিনি কি নিয়ম লঙ্ঘন করলেন? তিনি যে তোড়াটি বানিয়েছেন চীনে তার অর্থমূল্য ৩ লাখ ৩৪ হাজার ইউয়েনের সমান। এ ছবি ধারণ করেছেন ফটো সাংবাদিকরা। তাতে দেখা যাচ্ছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেগাসিটির ওই যুবতী দাঁড়িয়েছেন ‘হার্ট’ আকৃতির ওই তোড়ার সামনে। একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ওই তোড়াটি সামনে নিয়ে দাঁড়ানো তিনি। এমন রিপোর্ট করেছে চংকিং মর্নিং পোস্ট। তবে রিপোর্টে ওই যুবতী বা যুবকের কোনো নাম পরিচয় প্রকাশ করা হয় নি।
কিন্তু ওই অনুষ্ঠানে ১৬ই মে উপস্থিত ছি
লেন এমন একজন বলেছেন, স্থানীয় একটি ফুলের দোকানের শ্রমিকরা ওই তোড়াটি বানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন আরেকজন বলেছেন, ওই যুবক প্রকৃতপক্ষেই তার প্রেমিকাকে ভালবাসেন। ওই যুবকের পরিবার ধনাঢ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।