Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর কোন রাস্তাই চলাচলের অযোগ্য থাকবে না : রাসিক মেয়র

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার চলাচলের অযোগ্য আর কোন রাস্তা থাকবেনা। পাড়া মহল্লার প্রতিটি অলি ও গলির রাস্তা পর্যায়ক্রমে সংস্কার করা হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে গলিপথের রাস্তাগুলো সিসি ঢালাই করা হবে। প্রয়োজনে নতুন নতুন আরও রাস্তা নির্মাণ করা হবে। তিনি বলেন, নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রতিটি ওয়ার্ডের গলিপথসহ সকল রাস্তার সংস্কারের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামীতে নগরীর সকল রাস্তার সংস্কার করা হবে। এ জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গতকাল সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এছাড়াও নগরীর উন্নয়ন, নাগরিক নিরাপত্তায় রাস্তায় আধুনিক বাল্ব স্থাপন করা হচ্ছে। রাস্তা সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী মেয়রসহ কাউন্সিলরকে ধন্যবাদ জানান। এ সময় ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের মধ্যে আব্দুল মান্নান সরকার, মানিক, আবু হান্নান, সামসুল আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলিফ উদ্দীন, কাফিউল এলাহী নাইডু, আলহাজ্ব আবু হাসান সিদ্দিক রুনু, দুখু শেখ, আমান উল্লাহ খান, অশোক কুমার দাস, নুপুর দাস, টিংকু, গোলাপ সাহা ও ফিরোজ আহম্মেদসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরী

১৭ ফেব্রুয়ারি, ২০২৩
২২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ