রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলার লালমোহন উপজেলার পৌরসভা সদরের বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান, মাংসের দোকান, মাছ বাজার, কাচা বাজারসহ অবৈধ ভাবে রাস্তা দখল করে এবং রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করে যানযট সৃস্টি করায় রাস্তায় অবস্থানকৃত গাড়ির জরিমানা করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পন্য মূল্যের দাম স্বাভাবিক রাখার লক্ষ্যে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নেতৃত্বে এ ভ্রাম্যামান আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, রাস্তা, ফুটপাত দখল করে ব্যাবসা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ ও পৌরসভা আইন অনুযায়ী মোট ১৭ টি প্রতিষ্ঠানকে ৬৯০০ টাকা জরিমানা করা হয় এবং রাস্তায় ফুটপাতে বসা দোকানপাট উচ্ছেদ করা হয়।এর পূর্বে গত ২০/০৫/১৮ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে বাজার ব্যাবসায়ী, অটো টেম্পু মালিকদের সাথে সভা করে এবং মাইকিং করে সতর্ক করে দেয়া। এর পরে এ ভ্রাম্যামান আদালতের মাধ্যমে সকলকে সর্বশেষ সতর্কবার্তা দিয়ে বলেন এর পরেও যারা সরকারি আইন অমান্য করবে তাদের বিরুধ্বে আইনুযায়ী কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি করে দেন। অভিযান পরিচালনা কালীন সময়ে উপস্থিত ছিলেন লালমোহন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির,বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ, অটো টেম্পর মালিক ও শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতে, সাংবাদিক ও জনগন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।