মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে পারমাণবিক স্থাপনা ধ্বংস করলো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ং ইয়ংয়ের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি রি কমপ্লেক্সটি ধ্বংস করেছে দেশটি। খবর বিবিসি।
পিয়ং ইয়ংয়ের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি-রি কমপ্লেক্সটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায়। ২০০৬ সাল হতে এই কেন্দ্র থেকে অন্তত ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে দেশটি। পুঙ্গি-রিতে পারমাণবিক সুবিধা রাখা হয়েছিল পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য। সেখানে পর্বতের কাছে মাটির নিচে টানেল করে এটি করা হতো।
এদিকে পুঙ্গি রি কেন্দ্রটি ধ্বংস করলেও দেশটির পরমাণু স্থাপনা অকার্যকর হচ্ছে কি না সেটি যাচাই করতে কয়েক বছর লেগে যাবে। পারমাণবিক কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে কাজ করা জাতিসংঘ সমর্থিত সংস্থা কমপ্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন বা সিটিবিটিও বিশেষজ্ঞরাই মূলত কেন্দ্রটি পুরোপুরি অকার্যকর হয়েছে কি না সেটি বলতে সক্ষম। কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পর্যবেক্ষণ না হলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি কয়েক বছরের মধ্যেই আবারো শুরু করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।