Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভারেস্টে মেসি!

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

লিওনেল মেসির জগৎজোড়া খ্যাতি। সম্ভাব্য যে একটি জায়গা বাকি ছিল, সেখানেও মেসির নামটা পৌঁছে দিলেন চীনের পর্বতারোহী ড্যান জেনলুউবো। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠে জেনলুউবো উঁচিয়ে ধরেছেন তার প্রিয় ফুটবলারের আকাশি সাদা জার্সি। গত শনিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার উঁচুতে অবস্থিত এভারেস্ট বিজয় করেন জেনলুউবো। মেসির জাতীয় দলের জার্সি উঁচিয়ে ধরে এভারেস্ট জয়ের উদযাপন সারেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জেনলুউবোর পোস্ট করা এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভক্তের এই নৈবেদ্য মেসিরও চোখ এড়ায়নি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জেনলুউবোকে ধন্যবাদ জানিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড লেখেন, ‘এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ড্যান জেনলুউবোকে অভিনন্দন। অবিশ্বাস্য এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ধন্যবাদ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ