Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টুয়েন্টি-২০ ক্রিকেটে স্পিনারদের এভারেস্টে সাকিব

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে স্পিনারদের মধ্যে কে সেরা ? সাকিবের লড়াইটা সুনিল নারিনের সাথে ভালই জমে উঠেছিল। কোলকাতা নাইট রাইডার্সে কিংবা সিপিএলের সদ্য সমাপ্ত আসরেও নারিনের সঙ্গে লড়াইয়ে পারেননি সাকিব। এই দ্বৈরথে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের পেছনে বেশ ক’বছরই ছিলেন সাকিব। তবে সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সুনীল নারিনকে টপকে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট টুয়েন্টি-২০তে এখন স্পিনারদের এভারেস্টে সাকিব আল হাসান। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ত্রিনিবাগো নাইট রাইডার্সকে হারানোয় ফাইনালে সাকিব প্রতিদ্ব›দ্বী হিসেবে পাননি সুনীল নারিনকে। তাতেই সুনীল নারিনের ২৪১ উইকেটকে টপকে ২৪২ উইকেটে এই ভার্সনের ক্রিকেটে স্পিনারদের সিংহাসনে আসীন হয়েছেন সাকিব। এক দশকের ক্যারিয়ারে বাংলাদেশ বোলারদের মধ্যে সবার আগে টুয়েন্টি-২০তে ২’শ ম্যাচের মাইলস্টোনে পা দিয়েছেন সাকিব সিপিএলে। সেই সিপিএল থেকেই আর একটি অর্জনে বাংলাদেশীদের করেছেন গর্বিত। টুয়েন্টি-২০ ক্রিকেটে সাকিবের উপর আছেন যে ৬ জন (ডুয়াইন ব্রাভ্রো ৩৪১, মালিঙ্গা ২৯৯, ইয়াসির আরাফাত ২৮০, থমাস ২৬৩, আজহার মেহমুদ ২৫৮ এবং ড্যারেক ন্যানেস ২৫৭), তারা সবাই পেস বোলার। সেখানে সাকিব ২০৯ ম্যাচে পেয়েছেন ২৪২ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুয়েন্টি-২০ ক্রিকেটে স্পিনারদের এভারেস্টে সাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ