Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এক বছর আগের দ্বন্দ্বে খুন এটিএম বুথের নিরাপত্তা কর্মী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

এক বছর আগে দ্বন্ধের জের ধরেই খুন হয় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী তাহিদুল। র‌্যাবের হাতে গ্রেফতারকৃত রাসেল শেখ জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। একই এলাকার বাসিন্দা শেখ তাহিদুল ইসলাস নূরনবী ও রাসেল শেখ নয়ন। গত ২১ মে সোমবার ঢাকার ক্যান্টমেন্ট এলঅকায় ইবিএল›র একটি এটিএম বুথ থেকে তাহিদুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গত বছরের জুলাইয়ে বাগেরহাটে নৌকাবাইচ দেখতে যান দু’জন। সেই সময় অসাবধানতায় রাসেলের সাইকেল নূরনবীর গায়ে লাগে এবং তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে রাসেলকে মারধর করেন নূরনবী। এক বছর আগের সেই ঘটনার জের ধরে রাসেল ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী নূরনবীকে খুন করেন বলে জানিয়েছে র‌্যাব। গতকাল রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত মঙ্গলবার রাতে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে র‌্যাব-১। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ২০ মে রাতে নূরনবী বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাসেল ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করতেন। রাতে তিনি বুথে গিয়ে নূরনবীকে দেখে ক্ষিপ্ত হন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে রাসেল ছুরি দিয়ে নূরনবীর গলায় আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর এটিএম বুথের লাইট বন্ধ করে ছুরিটি পার্শ্ববর্তী ড্রেনে ফেলে দেয় এবং সে খুলনা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ