Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ৮: পুলিশের লাঠি চার্জ, ছাত্রলীগ সম্পাদকসহ আটক ৬

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে গত সোম-মঙ্গলবার দুই দফায় সংঘর্ষ ও বিক্ষোভ মহড়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৮জন আহত হয়েছে।
ছাত্র অসন্তোষের কারণে রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক জরুরী নোটিশে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার স্বার্থে সোমবার রাতের মধ্যেই আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানর্জী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হোসেন আকাশ ও হানিফ মাহমুদসহ ৬ শিক্ষার্থীকে আটক করেছে বলে শিক্ষার্থীরা দাবি করেছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি তায়েবুর রহমান ও সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী সমর্থিত দু’গ্রুপের কর্মীরা মারমুখি অবস্থান করছিল। সোমবার সভাপতি সমর্থিত কয়েক কর্মী বিশ্ববিদ্যালয় গেইট এলাকার ফটোকপি ব্যবসায়ী দুজনকে ক্যাম্পাসে ধরে নিয়ে চাঁদা দাবি করে। খবর পেয়ে সাধারণ সম্পাদক সমর্থিত অপর কয়েক কর্মী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং আটকৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানায়। এনিয়ে দু’পক্ষের মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাধারণ সম্পাদক সমর্থিত কর্মী ইইই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন ও ওয়াফিক হোসেন এবং একই বর্ষের মেকানিক্যাল বিভাগের ছাত্র মিজানুর রহমান মিঠুন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই রমজান ও ঈদ উপলক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এদিকে আগের দিনের ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তায়েবুর রহমানের সমর্থিতরা কাজী নজরুল ইসলাম আবাসিক হলের পুরাতন ভবনে এবং সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী সমর্থিতরা একই হলের এক্সটেনশন ভবনে অবস্থান নিয়ে মহড়া দিতে থাকে। এসময় তারা পরষ্পরের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই গ্রæপের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের ঘটনায় আহতদের দুইটি এম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য পুলিশ রাতে বিভিন্ন আবাসিক হলে অভিযান চালায়। রাত পৌণে একটা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত ছিল। শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জিসহ পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক শিক্ষার্থীকে আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ আলাউদ্দিন জানান, ছাত্রদের দু’টি পক্ষের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই রমজান ও ঈদ উপলক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী হল ত্যাগ না করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে হল ত্যাগের জন্য রাতে অভিযান চালায়। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুরে ভিসির সহযোগিতায় মুচলেকা নিয়ে আটকদের ছেড়ে দেয়া হয়। ওই ব্যাপারে কোন মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগের দু’গ্রুপে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ