Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সোহেল গ্রুপের সঙ্গে  আগামীতে ঢাকা কলেজে নেতৃত্ব প্রত্যাশীদের সঙ্গে এ সংঘর্ষ হয়। সোহেল কেন্দ্রীয়  কমিটিতে পদ পেলেও ঢাকা কলেজ ছাত্রলীগেও থাকতে চায়। এ নিয়েই দু’গ্রুপের মধ্যে মনোমলিন্য চলছিলো। গতকাল ইফতারির  পর পরই সংঘর্ষ ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার  (এসি, ধানমন্ডি) রুহুল আমিন সাগর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত সোয়া ৮ টায় তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ