Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইবি রিপোর্টার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার) দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রুপের কর্মীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার এবং ছাত্রদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা বিজ্ঞান অনুষদের সামনে থেকে নিজেদের এক কর্মীকে ধর ধর বলে দৌড়াতে থাকে। এ সময় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। ছাত্রলীগের সাদ্দাম হোসেন হল শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সাগরের নেতৃত্বে নিজেদের মধ্যেই নিজেরা এ ধাওয়া দেয় বলে জানা গেছে। ধর ধর করতে করতে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এলাকায় পৌঁছায়। এ সময় সেখানে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের কর্মীরা বসে ছিল। সাগর ও তার কর্মীরা মিজু গ্রুপের কর্মীদের দেখে কটূক্তি করলে মিজু গ্রুপের কর্মী শাহজালাল ইসলাম সোহাগ, বিপুল হোসেন, অনিক, রিয়ন মিয়াসহ ১০/১২ জন কর্মী একত্রিত হয়ে সাগর ও তার কর্মীদের ধাওয়া দেয়।
ক্যাম্পাসে কাকে ধাওয়া দেয়া হয়েছে এমন প্রশ্ন করলে ছাত্রলীগের সাদ্দাম হোসেন হল শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সাগর কোন সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের বিরোধী পক্ষকে প্রতিহত করার চেষ্টা করেছি।’ এ বিষয়ে সহ-সভাপতি গ্রুপের কর্মী শাহজালাল ইসলাম সোহাগ বলেন, ‘আমরা ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় তারা আমাদের দিকে ধেয়ে এসে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমরা তাদের পাল্টা ধাওয়া দেই। এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, যে বা যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ