Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

হিন্দু যুবকের ইসলাম গ্রহণ, অতঃপর...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে বেদ প্রকাশ (২১) নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ঘটনায় ওই যুবকের শাস্তি চেয়ে আলীগড়ের কারসি থানার বাইরে তার পরিবারের লোকেরা এবং উগ্রপন্থী কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা বিক্ষোভ করলে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যুবকটির পরিবারের পক্ষ থেকে অভিযোগে দাবি করা হয়েছে, ‘একজন মুসলিম মেয়েকে দিয়ে তাদের ছেলেকে প্রভাবিত করা হয়েছে এবং তাকে ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়েছে।’ যদিও যুবকটি বলেছেন যে, সে সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম আদিল রেখেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, আলীগড়ের নগলা পাটওয়ারী এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতে গিয়ে বেদ প্রকাশ ওরফে আদিল আট মাস আগে হিন্দুধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় একই এলাকায় বসবাসকারী একজন মুসলিম মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ পায়। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবকের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ