Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়া পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৭:৪০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ মোরশেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংলগ্ন কিল্লার পূর্বপাড়া রওশন আলী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ মোরশেদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়া মোঃ দিলু হোসেনের ছেলে । মোর্শেদ ২০১৫ সালে হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন।
২০১৭ সালে হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচ এস সি পাশ করে।বর্তমানে চট্টগ্রাম কলেজের ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন।সে হারবাং আদর্শ একাডেমীতে শিক্ষাগতা করতেন।

হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায় যে , মোঃ মোরশেদ বাড়িতে থাকে গোসল করতে পাশের মসজিদের পুকুরে যায় । গোসল করে বাড়িতে না ফিরলে অনেক জায়গায় খোঁজাখুঁজির করে। পরে মসজিদের পুকুরে মুসল্লিরা অজু করতে গেলে মৃত্যু অবস্থায় পাওয়া যায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ