বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ সাদিকুল ইসলাম (৩২)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর মহল্লার সিদ্দিকুর রহমানের ছেলে।
পরিবার সুত্রে জানাযায়, সাদিকুল মৃগী রোগে আক্রান্ত ছিল। মাছ ধরতে গিয়ে মাঝ নদীতে মৃগী রোগের আলামত শুরু হলে সেখানেই তার মৃত্যু হয়। নদীর ¯্রােতে মৃতদেহ ভেসে অন্যত্র চলে যাওয়ায় তাকে আর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরীরা এসে মৃতদেহ উদ্ধার করে।
বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার স্টেশন ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, নদীর পানিতে তলিয়ে যাওয়ায় সাদিকুলের মৃত্যু হয়েছে।
বাগাতিপাড়া পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন বলেন, পরিবার ও স্থানীয়দের দাবিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।