পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
গাজায় নোঙর করে রাখা একটি নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার সকালে এ হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের সংগঠন হামাসের নৌ বাহিনীর একটি একটি সামরিক লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরাইল নামের রাষ্ট্র। মঙ্গলবার ইসরাইলি বাহিনী এক জানিয়েছিল, গাজা থেকে একদল লোক সীমান্ত বেড়া অতিক্রম করে একটি সামরিক তল্লাশি চৌকিতে আগুন দেয়। পরে ইসরাইলি বাহিনী ট্যাংকের সাহায্যে হামাসের নজরদারি চৌকি গুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায়ও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গাজার বাসিন্দারা বলেন, বুধবারের বিমান হামলার পর নৌকাটিতে আগুন ধরে যায়। তারা জানান, নৌকাটি একটি নৌবহরের সঙ্গে গাজায় পৌঁছানোর জন্য সেখানে রাখা হয়েছিল। ইসরাইল গাজার ওপর নৌ-অবরোধও আরোপ করে রেখেছে। তারা সেখানে অন্যকোনও নৌকাকেও যেতে বাধা দিয়ে আসছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।