মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্কুলে বন্দুক হামলা প্রতিরোধে করণীয় পদক্ষেপের ব্যাপারে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ এবোট বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে এক মর্মান্তিক বন্দুক হামলায় ১০ জন নিহত হওযার পাঁচ দিন পর বৈঠকটি অনুষ্ঠিত হল। রিপাবলিকান দলীয় এবোট বৈঠকের প্রথম অধিবেশনে স্কুলের নিরাপত্তার ওপর জোর দেন। আগামী দুই দিন বন্দুক নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য ও যারা আক্রান্ত হয়েছে তাদের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। শুক্রবার সান্তা ফে হাই স্কুলে হত্যাযজ্ঞের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ওই ঘটনায় আট শিশু ও দুই শিক্ষক নিহত হন। আমেরিকানদের জীবনে প্রায়ই ঘটে যাওয়া এ ধরনের মর্মান্তিক ঘটনার এটা সর্বশেষ উদাহরণ। অধিবেশনের শুরুতেই এবোট বলেন, ‘আপনি রিপাবলিকান হন অথবা ডেমোক্র্যাট, বাস্তবতা হচ্চে আমরা কেউই আমাদের সন্তানদের হত্যাকারীর হাতে বন্দুক চাই না।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।