মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনায় আহত হয়েছে ৯ জন। পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে। পুলিশ ওই হামলাকারীর নাম জানায়নি। তবে ওই ব্যক্তি পেশায় আইনজীবী বলে জানানো হয়েছে। হিউস্টনের পুলিশ প্রধান মার্থা মন্টালোভো জানান, স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম গুলি ছোড়ার খবর পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তি গুলি ছুঁড়তে শুরু করে।
এ সময় পুলিশও তাকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। অকুস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মেয়র সিলভার টার্নার সাংবাদিকদের জানিয়েছেন, ওই আইনজীবী সম্ভবত বিষণœতায় ভুগছিলেন। কারণ, হয় তাকে তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছিল নতুবা তার সঙ্গে ওই প্রতিষ্ঠানের খারাপ সম্পর্ক চলছিল। এসব কারণ থেকেই হামলার ঘটনা সংঘটিত হতে পারে। তবে তদন্ত চলছে। তাছাড়া অন্যকোনো বন্দুকধারী এত সংশ্লিষ্ট আছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বার্লিংটনের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়। এ ঘটনার পর ওই হামলাকারীকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, এ হামলার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই। দি গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।