Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গডফাদার ও সীমান্ত প্রহরীদেরকে আইনের আওতায় না আনলে মাদক অভিযান সফল হবে না -মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ৬:৫৯ পিএম
যারা মাদকদ্রব্যের সরবরাহকারী এবং যাদের সহায়তায় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে সর্বাগ্রে ধরতে হবে। তারাই এ দেশে মাদক ব্যবসার বিস্তার ঘটিয়েছে। এই সকল গডফাদার ও সীমান্তপ্রহরীদেরকে আইনের আওতায় না আনলে মাদকবিরোধী চলামান অভিযান ব্যর্থ হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কোন কাজে আসবে না। গতকাল এক  বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। 
তিনি আরো বলেন “তথ্য আছে প্রমাণ নেই” এমন কথা বলে মাদক চোরাচালানের গডফাদারদেরকে ছাড় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তোলাই খুব স্বাভাবিক। অপর দিকে কোন রকম পরামর্শ না দিয়ে যারা ঢালাও ভাবে এই অভিযানের সমালোচনা করেন তারাও প্রকারন্তরে মাদক ব্যবসার পক্ষেই কথা বলছেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ